• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০১:৫৮ পিএম
মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প

মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও এখন পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠে মিয়ানমার।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার। এর প্রায় তিন ঘণ্টা পর ভারতীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে ইয়াঙ্গুন শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

তবে এ ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিসমিক বেল্টে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি এবং বড় ধরনের ভূমিকম্পে আঘাত হানে। পাশাপাশি বিস্তৃত উপকূলরেখাও দেশটিকে সুনামির ঝুঁকির মুখে ফেলেছে। এর আগে গত মে মাসে দুই দফায় ভূমিকম্পে কাঁপে মিয়ানমার। মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে হওয়া প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ২।

এরপর একই মাসের ২২ তারিখ সকালে আঘাত হানা দ্বিতীয় দফার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।
 

 

Link copied!