• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

কাবুলে রুশ দূতাবাসের সামনে হামলায় মৃতের সংখ্য বেড়ে ৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৬:২০ পিএম
কাবুলে রুশ দূতাবাসের সামনে হামলায় মৃতের সংখ্য বেড়ে ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথের কাছে বিস্ফোরণে মারা গেছে ৮ জন। 

রুশ দূতাবাসের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আত্মঘাতী বোমা হামলাটিতে দুইজন দূতাবাস কর্মকর্তা মারা গেছেন।

তবে ওই দুই কর্মকর্তার কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।

কাবুল পুলিশ এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলাকারী দূতাবাসের গেটের কাছে এলে প্রহরীরা হামলাকারীকে গুলি করেন। এমন সময় হামলাকারী বিস্ফোরণ ঘটায়। 

স্থানীয় পুলিশ প্রধান মাওলাভি সাবির বলেছেন, “আত্মঘাতী হামলাকারী দূতাবাসের কাছে পৌঁছানোর আগেই তালেবান নিরাপত্তারক্ষীরা তাকে শনাক্ত করতে পেরেছেন। সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে হত্যা করা হয়। তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

গত বছরের ১৫ আগস্ট তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার পর অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করলেও কাবুলে কার্যক্রম অব্যাহত রেখেছে রাশিয়া। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে পেট্রলসহ নানা পণ্য সরবরাহের বাণিজ্য চুক্তি নিয়ে কাবুল ও মস্কোর আলোচনা চলছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!