ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
বুধবার (৮ নভেম্বর) স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল জরিপ। তবে এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইন্দোনেশিয়ার মেট্রোলজিক্যাল, ক্লাইমেটোলজিক্যাল এবং জিওফিজিক্যাল এজেন্সির মতে, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের মধ্যে তানিবার দ্বীপের সাউমলাকি শহরে এর কম্পন অনুভূত হয়।
সাউমলাকি শহরের এক বাসিন্দা এএফপিকে বলেন, “ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিলো। কিন্তু এখানকার বাসিন্দারা ভীত নয়। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।”
দেশটির ভৌগোলিক অবস্থানের জন্য ইন্দোনেশিয়াতে এ ধরণের ভূমিকম্প প্রায়শই হয়।