• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:২২ পিএম
কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক আলেক্সি নাভালনি মারা গেছেন। শুক্রবার (১৬ ফেবব্রুয়ারি) কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, আলেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দী রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে, তা খুঁজে বের করবেন চিকিৎসকেরা।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী।

গত ডিসেম্বরের প্রথম দিকে নাভালনির হদিস পাওয়া যাচ্ছিল না। অভিযোগ ওঠে, রুশ কর্তৃপক্ষ গোপনে তাকে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছে। পরে জানা যায়, তাকে সাইবেরিয়ার ওই কারাগারে রাখা হয়েছে।
 

Link copied!