• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:০০ এএম
পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ
মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার নির্বাচিত হন তিনি। ৩৭১ আসনবিশিষ্ট পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ২২০ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মরিয়ম নওয়াজ।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নির্বাচিত সদস্যদের সদ্য যোগ দেওয়া দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এই ভোট বয়কট করে। মূলত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ এনে ইমরান খানের দলসহ অন্যান্য বিরোধী দল এর বিরোধিতা করে আসছে।

বিরোধীরা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বয়কট করায় আক্ষেপ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, ‘বিরোধীরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ না হওয়ায় আমি হতাশ।’

নওয়াজ শরিফের পরিবার থেকে চতুর্থ ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম। তাঁর আগে নওয়াজ শরিফ, নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ, শাহবাজের ছেলে হামজা এর আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে নওয়াজ ও শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

Link copied!