ভারতের কর্ণাটক রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে মুসলিমদের জন্য যে চার শতাংশ কোটা চালু রয়েছে তা বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার ঠিক এক মাস আগে মুখ্যমন্ত্রী বসভরাজ বম্মাই এ ঘোষণা দিলেন।
শনিবার (২৫ মার্চ) এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই চার শতাংশ মুসলিম কোটা বক্কালিগা ও লিঙ্গজাতদের মধ্যে ভাগ করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কোটার জন্য যোগ্য মুসলিমদের ‘অর্থনৈতিকভাবে দুর্বল’ ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে অবশ্য কর্ণাটকে সরকারি চাকরি ও শিক্ষা খাতের বিশেষ সুবিধাপ্রাপ্তদের সংখ্যা বেড়ে ৫৭ শতাংশে দাঁড়াল, অথচ রাজ্যটিতে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বেধে দেওয়া ৫০ শতাংশ আইন রয়েছে।
মুখ্যমন্ত্রী বসভরাজ বম্মাই সাংবাদিকদের বলেন, “আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রীসভার একটি উপ-কমিটি কোটা ক্যাটাগরি পরিবর্তনের সুপারিশ করেছিল এবং আমরা তা করেছি। অনগ্রসর জনগোষ্ঠীগুলোকে আমরা পৃথক দুটি সেটে পুনর্গঠিত করেছি। এটি হলো- অনগ্রসর এবং সবচেয়ে অনগ্রসর শ্রেণী।”
বক্কালিগা ও লিঙ্গজাত গোষ্ঠীসহ পঞ্চমাসালিস এবং বীরাসাইবা গোষ্ঠীর সুবিধা ৫ শতাংশ থেকে ৭ শতাংশ করা হয়েছে।