পাকিস্তানের হামলায় ভারতের সেনাসদস্য ও কমিশনার নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:৫৪ এএম
পাকিস্তানের হামলায় ভারতের সেনাসদস্য ও কমিশনার নিহত
সেনাসদস্য মুরলি নায়েক ও কমিশনার রাজ কুমার ঠাক্কা। ছবি : সংগৃহীত

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়।

নিহত সেনার নাম এম মুরলি নায়েক (২৭)। তিনি অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাঁই জেলার বাসিন্দা। ২০২২ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুরলি।

মুরলির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি মুরলির মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ।

এই কয়েক দিনের সংঘাতে ভারতীয় ২৫ সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে বুধবার পর্যন্ত ১৫ বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত সরকার। এ ছাড়া বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কাশ্মীরের উরি সেক্টরে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

এদিকে রাজৌরি ও কাশ্মীরের অনেক অংশে শুক্রবার রাতে হামলা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, জম্মু-কাশ্মীর প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিডিসি) রাজ কুমার ঠাক্কা পাকিস্তানি গোলাবর্ষণে মৃত্যুবরণ করেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘এই মর্মান্তিক মৃত্যুতে আমি বাকরুদ্ধ।

শুক্রবারও তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সভাপতিত্বে হওয়া একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন। আজ পাকিস্তানি গোলাবর্ষণে তিনি মারা গেলেন। এই শোক ভাষায় প্রকাশ করার নয়।’

ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর জবাব দিতে শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান শুধু জম্মু-কাশ্মীর নয়, রাজস্থান পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে ড্রোন হামলা এবং ভারী গোলাবর্ষণ চালাচ্ছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। তখন থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!