• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

দাবানলের পর ভেসে উঠল লক্ষাধিক মৃত মাছ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০৭:২৩ পিএম
দাবানলের পর ভেসে উঠল লক্ষাধিক মৃত মাছ

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে নদীতে ভেসে উঠেছে এক লাখের বেশি মৃত মাছ। স্থানীয় উপজাতিরা দাবি করছেন, দাবানলের কারণেই এমনটি হয়েছে।

করুক আদিবাসীরা এক বিবৃতিতে জানান, শুক্রবার ক্যালিফোর্নিয়ার হ্যাপি ক্যাম্পের কাছে ক্লামাথ নদীর মূল অববাহিকার কাছে বিভিন্ন প্রজাতির অসংখ্য মৃত মাছ দেখতে পান তারা।

ঠিক কী কারণে এসব মাছের মৃত্যু ঘটছে তা এখনও স্পষ্ট নয়। তবে জীববিজ্ঞানীরা মনে করেন, বার্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা দাবানলের সব ধ্বংসাবশেষ নদী নিয়ে এসেছে। সেই দুষিত পানিতেই মাছগুলো মারা গেছে বলে মনে করছেন উপজাতির মুখপাত্র ক্রেগ টাকার।

চলতি মৌসুমের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের পর ক্যালিফোর্নিয়ায় ওরেগন সীমান্তের দক্ষিণের বনাঞ্চলে বেশ কয়েকদিন ধরে আগুন জ্বলছে। দাবানলে ৯০ বর্গ মাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে। 

এতে চারজনের মৃত্যু হয়েছে।

মাছসহ সেখানকার প্রকৃতির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে উত্তর ক্যালিফোর্নিয়ার উপজাতি সম্প্রদায় রাজ্য ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

মাছের এই মড়ক শুধু এই এলাকার নদীতেই সীমাবদ্ধ থাকবে নাকি শাখা নদীগুলোতে ছড়িয়ে পড়বে তা নিয়েও উদ্বিগ্ন স্থানীয়রা।

Link copied!