• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

গৌতম আদানি ৬০তম জন্মদিনে ৬০ হাজার কোটি রুপি দান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৭:৫৭ পিএম
গৌতম আদানি ৬০তম জন্মদিনে ৬০ হাজার কোটি রুপি দান

এশিয়ার শীর্ষ ধনী, ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির ৬০তম জন্মদিন ছিল ২৪ জুন। ৬০ বছরে পা দেওয়ায় এই ধনাঢ্য ব্যবসায়ীর পরিবার দাতব্য কাজে ৬০ হাজার কোটিরুপি ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, সামাজিক উন্নয়নের কাজে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করবে আদানি ফাউন্ডেশন। ভারতের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পেশাভিত্তিক প্রশিক্ষণের প্রসারে এই অর্থ খরচ করা হবে। 

বিশ্বের অন্যতম ধনী হয়েও ভারতের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের জন্যেই নিবেদিত ছিলেন গৌতম আদানি। তিনি নিজেও প্রায় সময় বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পরিদর্শনে যান। দীপাবলিতে নিজের সংস্থার কর্মীর বাড়িতে বেড়াতে গিয়েও প্রশংসিত হয়েছে তিনি। 

তার স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে পড়ানো স্কুলেো ঘুরে এসেছেন কয়েকবার। গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য তার স্বেচ্ছাসেবী সংস্থা আদানি ফাউন্ডেশন ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে বাবা শান্তিলাল আদানির জন্মশতবার্ষিকী উপলক্ষেও অনুদানের সিদ্ধান্ত নেয় আদানি পরিবার।

 

 

Link copied!