• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

দ.কোরিয়া সফরে গিয়ে উ.কোরিয়ার নিন্দা করলেন কমলা হ্যারিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:১০ পিএম
দ.কোরিয়া সফরে গিয়ে উ.কোরিয়ার নিন্দা করলেন কমলা হ্যারিস

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসি জানায়, সেখানে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সঙ্গে বৈঠক করেন তিনি।

তার সফরের আগের দিন বুধবার (২৮ সেপ্টেম্বর) দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সফরের আগে জাপানের সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সাথে সাক্ষাৎ করেন হ্যারিস। সেখানে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে হুমকি বিবেচনা করে দেশটির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন তিনি।

জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে অংশ নেন কমলা হ্যারিস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার হুমকি, তাইওয়ান প্রণালিতে শান্তির গুরুত্ব, আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়।

সম্প্রতি উত্তর কোরিয়ার নানা হুমকি বিবেচনায় যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সফরে গেলেন কমলা হ্যারিস।

Link copied!