• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
কাতারের কড়া নিন্দা

ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৫:৪৬ পিএম
ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে
বক্তব্য রাখছেন মাজেদ আল-আনসারি। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা নিয়ে দোহায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় কড়া নিন্দা জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে ‌‌অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন মাজেদ আল-আনসারি। ইসরায়েলি এই হামলার ‘ভয়াবহ’ পরিণতি হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি।

মাজেদ আল-আনসারি বলেন, “এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল। কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে।”

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব।”

Link copied!