• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রাইসির হেলিকপ্টারে গুলি করা হয়েছিল কি না, জানাল ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১২:৪২ পিএম
রাইসির হেলিকপ্টারে গুলি করা হয়েছিল কি না, জানাল ইরান
ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিয়েছে ইরান। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে কোনো বুলেট বা গুলির চিহ্ন পাওয়া যায়নি। বরং মাটিতে আঘাত করার পরপরই এতে আগুন ধরে যায়।

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাইসির হেলিকপ্টারটি নির্ধারিত ফ্লাইট পথ ছাড়া অন্য কোনো দিকে যায়নি। এমনকি বিধ্বস্ত হওয়ার দেড় মিনিট আগেও পাইলট অন্য দুই হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের কথোপকথনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়াশা ও কম তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার (২০ মে) স্থানীয় সময় ভোর ৫টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিপ্টারের ঘটনার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। দুর্ঘটনার সময় ওয়াচটাওয়ার ও ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। 

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। বৃহস্পতিবার (২৩ মে) নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

Link copied!