• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

চীন-রাশিয়ার জোটে ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৭:৪০ পিএম
চীন-রাশিয়ার জোটে ইরান

চীন ও রাশিয়ার উদ্যোগে ২০০১ সালে গঠিত জোট ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য হতে যাচ্ছে ইরান। রয়টার্স জানায়, এ উপলক্ষে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি স্বাক্ষর সম্পন্ন করেছে দেশটি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উজবেকিস্তানে এই স্বাক্ষর করেছেন।

ধারণা করা হচ্ছে এই সংস্থাটির স্থায়ী সদস্য হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো মোকাবিলার পথ খুঁজছে ইরান।

ইন্সটাগ্রামে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এই স্বাক্ষরের পর এসসিও-এর পূর্ণাঙ্গ সদস্য হওয়ার পথে আরেকটি ধাপ পার হলো ইরান।

বর্তমানে এই জোটে আছে মোট আটটি দেশ। চীন, রাশিয়া ছাড়াও সদস্য হিসেবে আছে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান।

চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে সংস্থাটির শীর্ষ সম্মেলন। এতে সবগুলো দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও উপস্থিত থাকবেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি।

 

Link copied!