• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ক আইনত দণ্ডনীয়: ইন্দোনেশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৩:০৪ পিএম
বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ক আইনত দণ্ডনীয়: ইন্দোনেশিয়া

বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ককে আইনত দণ্ডনীয় ঘোষণা করে আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। এই আইন অনুসারে অপরাধীদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়া যাবে।

বিবিসি জানায়, এর মাধ্যমে মানুষের অধিকার খণ্ডন করা হচ্ছে বলে দাবি করেছেন সমালোচকরা। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে জাকার্তার পার্লামেন্ট ভবনের বাইরে।

নতুন এই আইন কার্যকর হবে আরও তিন বছর পর। পাশাপাশি প্রেসিডেন্টকে অপমান করা এবং রাষ্ট্রীয় ভাবাদর্শের বিরুদ্ধে কথা বলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সংসদের ওই অধিবেশনে।

বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ককে নিষিদ্ধ করা এই আইন দেশি ও বিদেশি উভয় নাগরিকের জন্যই প্রযোজ্য হবে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইনের কারণে অসামঞ্জস্যপূর্ণ প্রভাব পড়বে নারী, সমকামী ও সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর। ফলে রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশ করা যেমন কঠিন হবে, তেমনি দমন করা হবে ধর্মীয় স্বাধীনতাও।

বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ক নিয়ে মামলা করতে পারবে কোনো ব্যক্তির সঙ্গী বা তার পিতা-মাতা। এ ছাড়া পরকীয়াও শাস্তিযোগ্য অপরাধ হবে এই আইন অনুসারে।

Link copied!