• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রঙের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:৩৩ পিএম
রঙের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
রংয়ের কারখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

একটি রঙের কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই এই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়। তাদের দেহ শনাক্তের কাজ চলছে। কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবেব ততক্ষণে ১১ জন মারা যান। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

পুলিশের তথ্যমতে, রঙের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশে একটি বাড়ি ওু একটি নেশামুক্তি কেন্দ্রেও ছড়ায়। তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

Link copied!