• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

১ কিমি গভীর গুহা থেকে ৯ দিন পর অভিযাত্রীকে জীবিত উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৫:১০ পিএম
১ কিমি গভীর গুহা থেকে ৯ দিন পর অভিযাত্রীকে জীবিত উদ্ধার
মার্ক ডিকি । সংগৃহীত

এক সপ্তাহেরও বেশি সময় ধরে তুরস্কের তৃতীয় গভীরতম গুহায় আটকে থাকা যুক্তরাষ্ট্রের এক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

২ সেপ্টেম্বর মরকা গুহায় পাকস্থলিতে সমস্যা দেখা দেওয়ার পর আটকা পড়েন মার্ক ডিকি নামক সেই ব্যক্তি। ৯ দিন সোমবার (১১ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করা হয়। ১৫০ জনের অধিক মানুষ এই উদ্ধার প্রচেষ্টায় জড়িত ছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

উদ্ধারকর্মীরা বলছেন, এটি ছিল সবচেয়ে বড় ও জটিল ভূগর্ভস্থ উদ্ধার কাজগুলোর একটি।

মরকা গুহার সর্বনিম্ন বিন্দু দক্ষিণের একটি প্রত্যন্ত অংশে মাটির নীচে প্রায় ১ দশমিক ৩ কিমি গভীর।

ডিকিকে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২ টা ৩৭ মিনিটে গুহা থেকে বের করে আনা হয় বলে জানিয়েছে তুর্কি কেভিং ফেডারেশন।

ডিকির নেতৃত্বাধীন দল নিউ জার্সি ইনিশিয়াল রেসপন্স টিমের কার্ল হেইটমেয়ার বিবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে ডিকিকে উদ্ধার করা হয়েছে। তিনি অভিযানে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

গুহায় আটক অবস্থায় ডিকির শরীরের অবস্থার অবনতি হলে, একসময় তিনি ভেবেছিলেন আর বাঁচবেন না।
তিনি বলেন, “একমাত্র অনুভূতি যা আমার হচ্ছিলো তা হল ‘আমি কি বাঁচব?’ এটা আক্ষরিক অর্থেই আমার মাথায় ঘুরছিল।”

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুহায় আটক ডিকি এক ভিডিও বার্তায় তাকে উদ্ধারের চেষ্টা করা উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।

উদ্ধারকারীরা ডিকিকে বাঁচাতে সাহায্য করা একটি ‘খুব সম্মানজনক’ অভিজ্ঞতা বলে অভিহিত করে।

Link copied!