• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

‘গোপালগঞ্জে বর্বর হামলায় জড়িতদের ছাড় নয়’ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:৫০ পিএম
‘গোপালগঞ্জে বর্বর হামলায় জড়িতদের ছাড় নয়’ 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এনসিপির সদস্য, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ধরনের ঘটনা অমার্জনীয়। এই জঘন্য হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে। এতে জড়িতদের কেউ শাস্তির বাইরে থাকবে না।”

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তী সরকার এটি স্পষ্ট করতে চায় যে, দেশে কোনো ধরনের সহিংসতার স্থান নেই।

Link copied!