• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিঁড়ে ১১ শ্রমিক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০১:৩৩ পিএম
দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিঁড়ে ১১ শ্রমিক নিহত
দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিঁড়ে ১১ শ্রমিক নিহত। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। খনিতে কর্মরত শ্রমিকদের ভূপৃষ্ঠে আনার কাজে ব্যবহৃত লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।

ইমপালা প্লাটিনামের প্রধান নির্বাহী নিকো মুলার দুর্ঘটনাটিকে কোম্পানির ইতিহাসের ‘অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

ইমপালা কর্তৃপক্ষ জানায়, সোমবার (২৭ নভেম্বর) জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত রাস্টেনবার্গের খনিতে এ ঘটনা ঘটে। সিইও মুলারি বলেন, এ বিধ্বংসী ঘটনায় নিহত সহকর্মীদের হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত ও দুঃখিত।”

দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ মন্ত্রী গুয়েদে মানতাশে এই দুর্ঘটনাকে একটি বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, সেখানে কী ঘটেছে তা জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

খনিটির কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর খনিটির কার্যক্রম স্থগিত আছে। কোম্পানির মুখপাত্র জোহান থেরন বিবিসিকে বলেন, “বেঁচে থাকা ৭৫ জন খনি শ্রমিকের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা সামান্য আহত হলেও সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে।” আহতদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের একজনকে ‘নিবিড় পরিচর্যার’ জন্য জোহানেসবার্গে এয়ারলিফট করা হয়েছে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Link copied!