• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বন্যায় ডুবল দিল্লি, বন্ধ করে দেওয়া হলো শ্মশান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ১২:৪৩ পিএম
বন্যায় ডুবল দিল্লি, বন্ধ করে দেওয়া হলো শ্মশান

টানা ‍বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। যমুনার পানিতে তলিয়ে গেছে দিল্লির বহু বাড়িঘর, বাজার, রাস্তাঘাট, পর্যটনস্থল। অবরুদ্ধ হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোমরপানি, আবার কোথাও বুকসমান পানি। বহু রাস্তায় বন্ধ যান চলাচলও।

ভারতের আনন্দবাজার জানিয়েছে, বন্যা পরিস্থিতির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। অন্যদিকে উত্তর পূর্ব দিল্লিতে জমা পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে তিন কিশোর।

শুক্রবার দিল্লির মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন, প্লাবন পরিস্থিতির কারণে নিগমবোধ ঘাট, গীতা কলোনি, ওয়াজ়িরাবাদ, সরাই কালে খানে শ্মশান বন্ধ করা হয়েছে। শেষকৃত্যের জন্য অন্য শ্মশানগুলোতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

১৯৭৮ সালের বর্ষায় দিল্লিতে যমুনার পানির স্তর ২০৭.৪৯ মিটার ছিল। এবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর ১টায় দিল্লি রেলসেতুর কাছে যমুনার পানির স্তর উঠেছিল ২০৭.৫৫ মিটার, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। বৃহস্পতিবার সেই পানির স্তর আরও বেড়ে ২০৮.৬৬ মিটারে দাঁড়ায়।

বৃহস্পতিবার পানি ঢুকে পড়েছিল লালকেল্লা চত্বরে। শুক্রবার যমুনার জলমগ্ন হয়ে পড়ে দেশটির সুপ্রিম কোর্ট এলাকা। রোববার পর্যন্ত স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

প্লাবন পরিস্থিতি সামলাতে শুক্রবার সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Link copied!