• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

৬০০ কর্মী ছাঁটাই করছে কানাডার গণমাধ্যম সিবিসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৩:২২ পিএম
৬০০ কর্মী ছাঁটাই করছে কানাডার গণমাধ্যম সিবিসি
১২ মাসের মধ্যে ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কানাডার সরকারি গণমাধ্যম দ্য কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি)। সোমবার (৪ ডিসেম্বর) সিবিসি জানিয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা ৬০০ কর্মী ছাঁটাই করবে, যা সংস্থাটির মোট কর্মীর ১০ শতাংশ। আগামী ১২ মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

জানা গেছে, সিবিসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক থেকে ২৫০ জন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রেডিও কানাডা থেকে ২৫০ জন, টেকনিশিয়ান ও অন্যান্য সহায়তাকর্মী থেকে ১০০ জনসহ মোট ৬০০ জনকে ছাঁটাই করা হবে।

এ ছাড়া অতিরিক্ত ২০০টি শূন্য পদও বাদ দেওয়া হবে। পাবলিক ব্রডকাস্টার আগামী অর্থবছরের জন্য ইংরেজি ও ফরাসি প্রোগ্রামিং বাজেটও কমিয়ে দেবে। ফলে কোম্পানি ৯ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বাজেটের ঘাটতি পূরণ করার সুযোগ পাবে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) ক্যাথেরিন টেইট এক বিবৃতিতে বলেন, “অনেক বছর ধরে আমাদের ব্যবসায় গুরুতর কাঠামোগত পতনকে সফলভাবে পরিচালনা করেছি, কিন্তু এখন আর কর্মী ছাঁটাই করা ছাড়া কোনো উপায় নেই।”
 

Link copied!