• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে না কানাডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০১:৫৮ পিএম
ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে না কানাডা
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত রেখেছে কানাডা। চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

এএফপি জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে মারণাস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে কানাডা। চলতি বছরের জানুয়ারি থেকে ইসরায়েলে কোনো অস্ত্রই রপ্তানি করেনি কানাডা।

রেডিও কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সালে কানাডা থেকে ২ কোটি ১০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছিল ইসরায়েল। ২০২১ সালে কিনেছিল ২ কোটি ৬০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি–রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনে করেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে তাকে এখন অনেকটাই সমালোচনামূলক অবস্থান নিতে দেখা যাচ্ছে।

Link copied!