• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৯:২২ এএম
ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। শুক্রবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় নিজেই এ তথ্য জানান তিনি।

ভিডিও বার্তা ৪২ বছর বয়ষী কেট বলেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তার। ওই অস্ত্রোপচারের পর তার ক্যানসার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

বিবিসি জানায়, জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে  কিছু জানানো হয়নি।

ভিডিও বার্তায় কেট বলেছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার ধরা পড়েছে। তিনি ভালো আছেন। চিকিৎসকদল তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি চিকিৎসার প্রথম পর্যায়ে রয়েছেন।

কেট আরও বলেন, এই অসুস্থতার খবর তাদের পরিবারের জন্য বড় ধাক্কা। তিনি ও উইলিয়াম সবকিছু সামলে ওঠার চেষ্টা করছেন।

গত জানুয়ারি মাসে কেট ও রাজা চার্লস একই হাসপাতালে চিকিৎসা নেন। ৭৫ বছর বয়সী রাজা চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।

Link copied!