• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মন্ত্রীসভাসহ কুয়েত সরকারের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৮:২৬ পিএম
মন্ত্রীসভাসহ কুয়েত সরকারের পদত্যাগ

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে রয়তার্স জানায়, সোমবার (৮ নভেম্বর) আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে আমিরের কাছে পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী।

বেশ কিছুদিন ধরেই করোনা পরিস্থিতি মোকাবিলা, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার দাবি করেছিল বিরোধী দল। তাই ধারণা করা হচ্ছে বিরোধীদের চাপে ফেলতেই মন্ত্রীসভাসহ লিখিত পদত্যাগপত্র জমা দেন 

সাংসদদের সঙ্গে বিরোধিতার জেরে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর নেতৃত্বাধীন সরকার এ বছর দ্বিতীয়বারের মতো পদত্যাগের ঘোষণা দিল। তবে আগের মন্ত্রীসভার সবাই পদত্যাগে পর নবগঠিত সরকারের পদত্যাগ আমির গ্রহণ করবেন কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।

গত বছর তেলের দাম কমায় ও মহামারীর প্রকোপে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কুয়েত সরকার। যদিও কয়েক দশক ধরেই অচলাবস্থা মন্ত্রিসভা ও সংসদের বিরোধের কারণে সরকারি বিনিয়োগ ও সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!