• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

নরওয়েতে তির-ধনুক হামলায় নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১০:০২ এএম
নরওয়েতে তির-ধনুক হামলায় নিহত ৫

নরওয়েতে তির ও ধনুক নিয়ে এক ব্যক্তির হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কংসবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির পুলিশ কর্মকর্তা ওবিন্দ আস বলেন, সন্দেহভাজন ব্যক্তি শহরে ঘুরে ঘুরে লোকদের লক্ষ্য করে তির ছুড়ছিল। এ হামলার পেছনে সন্ত্রাসবাদীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পুলিশ তদন্ত করে দেখবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। 

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বলেন, কংসবার্গ থেকে আসা খবর ভয়াবহ। আমি বুঝতে পারছি,  বহু মানুষ এ ঘটনায় ভয় পেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!