• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৪:৪৭ পিএম
আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পুলিশ প্রশিক্ষণ স্কুলের বাইরে একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। 

শুক্রবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের বোমা হামলায় বেসামরিক নাগরিকের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও নিহত হয়েছেন। তারা বোমা হামলার সময় জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমির বাইরে চা পান করছিলেন।

পুলিশ বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণটি গাছের নিচে ঘটেছে, যেখানে এলাকার বাসিন্দারা বিশ্রামের জন্য সময় কাটায়।’

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির সরকারকে উৎখাত করতে প্রায়ই গোষ্ঠীটি সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় হামলা চলায়।

Link copied!