• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১০:০০ এএম
জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দ্য জাপান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে, ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সেন্ট্রাল টোকিওর পাশাপাশি প্রতিবেশী শহর ইয়োকোহামা ও সাইতামায় ৩ মাত্রার তীব্রতা লক্ষ করা গেছে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকের ফুটেজে চিবার নারিতা বিমানবন্দরের কাছে ভবনগুলো কাঁপতে দেখা গেছে। ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিন সপ্তাহ আগে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
 

Link copied!