• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

কানাডার আবাসিক ভবনে বন্দুক হামলায় নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৩:৪২ পিএম
কানাডার আবাসিক ভবনে বন্দুক হামলায় নিহত ৫

কানাডার টরন্টো শহরে এক আবাসিক ভবনে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন হামলাকারীও।

আল-জাজিরা জানায়, রোববারের (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে শহরের এক আবাসিক এলাকায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার আঘাত গুরুতর নয়।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে ভয়ানক দৃশ্য দেখতে পায়। বিভিন্ন অ্যাপার্টমেন্টে হামলার কারণে বেশ কয়েকজন মানুষ সেখানে মৃত অবস্থায় পড়ে ছিলেন। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ। হামলাকারী একাই এই বন্দুক হামলা চালান।

পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার পর ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

সম্প্রতি কানাডায় বেড়েছে বন্দুক সহিংসতা। ফলে আইন করে হ্যান্ডগান নিষিদ্ধ করা হয়। তবু থামছে না সহিংসতা। ২০২০ সালের এপ্রিল মাসে পুলিশ সেজে একজন বন্দুকধারী ২২ জন মানুষকে হত্যা করে। এ বছর সেপ্টেম্বরে এক ব্যক্তি ছুরিকাঘাতে ১১ জনকে হত্যা করে।

কানাডায় আগ্নেয়াস্ত্রজনিত সহিংস অপরাধের পরিমাণ ৩ শতাংশের কম। তবে ২০০৯ সালের পর থেকে হত্যা বা জখমের উদ্দেশ্যে বন্দুক হামলার পরিমাণ পাঁচ গুণ বেড়েছে।

২০২০ সালের মে মাসের পর থেকে প্রায় ১৫০০ ধরনের বন্দুক নিষিদ্ধ করা হয়েছে কানাডায়।

Link copied!