• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১২:৪৮ পিএম
ব্রাজিলে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪৫

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকবিরোধী অভিযানে নেমেছে পুলিশ। এ সময় মাদক কারবারের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, দেশটির রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো দা পেনিয়া এলাকায় এক অভিযান চলাকালে পুলিশের গুলিতে ১০ জন নিহত হন।

পুলিশ জানিয়েছে, অভিযানে যাওয়ার পর সশস্ত্র আততায়ীরা তাদের আক্রমণ করে, দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অপরাধী দলের নয় সদস্য ও অপর একজন নিহত হন। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হন।  

এর আগে চলতি সপ্তাহে দেশটির সাউ পাওলো রাজ্যে ‘অপারেশন শিল্ড’ নামে পুলিশের পাঁচ দিনব্যাপী আরেক অভিযানে ১৬ জন নিহত হন। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে শুক্রবার থেকে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৭ জুলাই উপকূলীয় শহর গুয়ারুজায় স্পেশাল ফোর্সের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর এই অভিযান শুরু করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিজিও ডি ফ্রাইতাস জানিয়েছেন, অভিযান চলার সময় সংঘর্ষে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও আছেন।

Link copied!