• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাবুল বিস্ফোরণে তালেবান ও পাকিস্তানকে দুষলেন ‘প্রেসিডেন্ট’ সালেহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৯:০০ পিএম
কাবুল বিস্ফোরণে তালেবান ও পাকিস্তানকে দুষলেন  ‘প্রেসিডেন্ট’ সালেহ

কাবুলে বিস্ফোরণ নিয়ে তালেবান ও পাকিস্তানকে কটাক্ষ করলেন পাঞ্জশির উপত্যকার জনপ্রিয় নেতা আফগানিস্তানের তদারকি প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। এক টুইটে পাকিস্তানকে তালেবানদের ‘গুরু’ বা ‘মন্ত্রণাদাতা’ বলেছেন সালেহ। আর তালেবানরা যে বৃহস্পতিবার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তাদের যোগসাজশ থাকার কথা অস্বীকার করেছে, তাদেরও তীব্র কটাক্ষ করেছেন পাঞ্জশিরের নেতা।

সালেহ টুইটে লিখেছেন, ‘খোরাসানের আইসিসের (আইএস-কে) সঙ্গে তালেবানদের নিয়মিত যোগসাজশের প্রতিটি প্রামাণ্য তথ্য আমাদের হাতে আছে। আমরা ভালোভাবেই জানি আইএসের শিকড় রয়েছে তালেবানদের মধ্যে। এমনকি কাবুলে সক্রিয় হক্কানি নেটওয়ার্কের মধ্যেও। তালেবান এখন স‌েই যোগসাজশের কথা অস্বীকার করছে। এটা অনেকটা পাকিস্তানের কোয়েটা সুরার সঙ্গে যোগসাজশের কথা অস্বীকার করার মতো। তালেবানরা ওদের গুরুদের কাছ থেকে ভালোই শিক্ষা নিয়েছে।’

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছেন আইএস। ওই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা শতাধিক। আহত হয়েছেন দেড় শতাধিকের বেশি। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!