• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ওয়েলিংটন আর্চ থেকে উইন্ডসোর প্রাসাদের পথে রানির কফিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৪৬ পিএম
ওয়েলিংটন আর্চ থেকে উইন্ডসোর প্রাসাদের পথে রানির কফিন

বেশ নিখুঁতভাবে রাষ্ট্রীয় কামান থেকে সেনার নামিয়েছেন রানির কফিন। এবার তা রাখা হয়েছে রাষ্ট্রীয় শববাহী গাড়িতে। তারপর যাত্রা শুরু হবে শেষ ঠিকানার পথে।

উইন্ডসোর প্রাসাদের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রায় ৮০০ মানুষ।

রাজকীয় পতাকায় মোড়ানো রানির কফিনের উপরে আছে ফুল, রাজ দণ্ড, রাজ গোলক এবং সবচেয়ে মূল্যবান রাজ মুকুট। 

রানির কফিন নিয়ে ওয়েলিংটন আর্চের পথে পদযাত্রায় অংশ নিয়েছে প্রায় ১২ হাজার সেনা সদস্য। রাষ্ট্রীয় শোক পালনে এমন আয়োজন বিরল ব্রিটেনে। পদযাত্রাটি প্রায় এক মাইল লম্বা। এর মাধ্যমেই শেষ বারের মতো বাকিংহাম প্যালেসের সামনে দিয়ে গেলেন রানি। এই প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে কত শতবার তিনি হাত উড়িয়েছেন জনতার উদ্দেশ্যে!

প্যারেড শেষ হওয়ার পর রানিকে দেওয়া হয় রাজকীয় স্যালুট।

সন্ধ্যায় উইন্ডসোর প্রাসাদে রানির কফিনের পাশে একান্ত কিছু সময় কাটাবেন রানির পরিবার। এরপর প্রাসাদের কবরস্থানে স্বামী প্রিন্স ফিলিপের পাশে শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!