• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

মার্কিন বিমান হামলায় আইএসের ৩ শীর্ষ নেতা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০১:০৩ পিএম
মার্কিন বিমান হামলায় আইএসের ৩ শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তিন শীর্ষস্থানীয় নেতা। দ্য গার্ডিয়ান জানায়, আলাদা দুটি বিমান হামলায় নিহত হন এই তিনজন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালানো হয়। সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হামলাটি চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, হামলায় নিহতদের মধ্যে আছেন তিন শীর্ষ নেতা আবু-হাসুম আল-উমাউই, আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি।

আবু-হাসুম আল-উমাউই সিরিয়ায় ইসলামিক স্টেটের একজন সমন্বয়ক ছিলেন। আবু আলা ছিলেন আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।

অভিযানে মার্কিন বাহিনীর সদস্যরা অক্ষত আছেন। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক বক্তব্য অনুযায়ী, হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার (৫ অক্টোবর) রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের এক অস্ত্র চোরাচালানকারী নিহত হন। 

Link copied!