রাশিয়ার দক্ষিণাঞ্চলের দাগেস্তান শহরের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নিহতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে।
বিবিসির জানায়, কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত দাস্তেগানের রাজধানী মাখাচাকালা শহরে এ বিস্ফোরণ ঘটে। শহরটি মস্কো থেকে ১৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইন্টারনেটের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিশাল অগ্নিকাণ্ডে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
রাশিয়ার কর্তৃপক্ষ জানায়, ২৬০ জন জরুরি কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মারাত্মক আহতদের মস্কো নিয়ে আসার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন ৬০০ বর্গমিটার এলাকাব্যাপী ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, “বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর পড়ছিলো। আমার কিছুই দেখতে পাচ্ছিলাম না।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে জানান, আগুনের সূত্রপাত হয় গ্যাস স্টেশনের বিপরীতে অবস্থিত এক গাড়ির দোকান থেকে।
ঘটনাটি কীভাবে ঘটলো এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।