• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ভারতে বাসে আগুন, নিহত ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০২:১৩ পিএম
ভারতে বাসে আগুন, নিহত ১২

ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাশিক এলাকায় একটি দ্বিতল বাসে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ১২ জন, আহত হয়েছেন আরও ৩০ জন। এনডিটিভি জানায়, শনিবার (৮ অক্টোবর) ভোরে বাসটিতে আগুন ধরে যায়।

সংশ্লিষ্টরা জানান, আজ ভোর ৫টা ১৫ মিনিটের দিকে নাশিকের আওরঙ্গবাদ সড়কে একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসটি স্লিপার কোচ হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে এই দুর্ঘটনায়।

নাশিক পুলিশের উপকমিশনার আমোল তাম্বে জানিয়েছেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে বাসটি ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নেভানোর চেষ্টা করছেন।

 

Link copied!