• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ইসরায়েলে থাকা কর্মীদের নিরাপদ আশ্রয়ের পরামর্শ যুক্তরাষ্ট্রের, ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্যের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৯:১৯ পিএম
ইসরায়েলে থাকা কর্মীদের নিরাপদ আশ্রয়ের পরামর্শ যুক্তরাষ্ট্রের, ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্যের

ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। এ ছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

ইতোমধ্যেই যেসব ব্রিটিশ নাগরিকরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিন এলাকায় অবস্থান করছেন, তাদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে, কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে নিজ দেশের নাগরিকদেরকে আপাতত ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এক সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!