• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

চীনে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:৪৭ এএম
চীনে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

বৃহস্পতিবার খুব ভোরে সিচুয়ান প্রদেশের চক্কিং এলাকার কাছাকাছি স্থানে ভূকম্পন অনুভূত হয়। জারি হয় দ্বিতীয় স্তরের জরুরি সতর্কতা।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে চংকিং শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে লাক্সিয়ান কাউন্টিতে ভূমিকম্প আঘাত হানে। প্রায় ৩ কোটি মানুষের বসবাস এ অঞ্চলে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। যদিও চীন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে লাক্সিয়ানে।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ৬০। আহতদের তিনজনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে লাক্সিয়ানের কয়েক ডজন ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অবকাঠামো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

এছাড়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা যায় লাক্সিয়ানে বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীরা মই বেয়ে ধ্বংসস্তূপের ওপরে উঠে বাড়িঘরের ধ্বংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছে।

Link copied!