• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬
ভারত

গাড়িচাপায় কৃষক হত্যা: মন্ত্রীপুত্র গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:০৯ এএম
গাড়িচাপায় কৃষক হত্যা: মন্ত্রীপুত্র গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশে গাড়িচাপায় বিক্ষোভরত কৃষক হত্যা মামলায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) লখিমপুর খেরিতে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর আশিসকে গ্রেপ্তার করা হয়। 

রোববার (১০ অক্টোবর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আশিস উত্তর এড়ানোর চেষ্টা করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি।

৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেন আশিস মিশ্র। কৃষক হত্যার ঘটনায় মামলা হওয়ার পাঁচ দিন পর গতকাল রাতে আশিসকে গ্রেপ্তার করা হয়।

উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ সূত্রের তথ্যমতে, রোববারের গাড়িচাপার ঘটনার সময় আশিস ঠিক কোথায় ছিলেন, সে ব্যাপারে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

লখিমপুর খেরির ঘটনা তদন্তে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন ভারতের সুপ্রিম কোর্ট। এ মামলা নিয়ে শুনানির দ্বিতীয় দিনে গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা প্রবল অসন্তোষ প্রকাশ করে বলেন, শুধু বড় বড় কথাই শোনা গেছে। কাজের কাজ কিছুই হয়নি। স্বাভাবিক মামলায় পুলিশ যেভাবে কাজ করে, এ ক্ষেত্রেও যেন তেমনই হয়। নইলে দশেরার পর আদালত খুললে ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!