উবারে যৌন নিপীড়ন, মামলা করলেন ৫৫০ নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৫:৩৭ পিএম
উবারে যৌন নিপীড়ন, মামলা করলেন ৫৫০ নারী

যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে রাইড শেয়ারিং মোবাইল অ্যাপ উবারের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অভিযোগে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ৫৫০ জন নারী। 

বিবিসি বলছে,  স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো শহরের কাউন্টি সুপিরিয়র আদালতে এই মামলা করা হয়। এসব নারীর পক্ষে মামলাটি করে যুক্তরাষ্ট্রভিত্তিক ল’ ফার্ম স্লেটার স্লেটার শুলম্যান। 

মামলায় উবার চালকদের বিরুদ্ধে অপহরণ ও বন্দি রাখা, যৌন নির্যাতন, অযাচিত যৌন আচরণ (চুম্বন), আঘাত, ধর্ষণ, দেহের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা, হয়রানি ও হামলার অভিযোগ আনা হয়েছে। 

স্লেটার স্লেটার শুলম্যানের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডাম স্লেটার জানান, ২০১৪ সালের শুরু থেকে এ পর্যন্ত উবারের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে নির্যাতনের ঘটনা ও জমা পড়া অভিযোগসমূহের মধ্যে প্রাথমিকভাবে ১৫০টি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

অ্যাডাম স্লেটার বলেন,  ব্যবসার শুরু থেকেই এ ব্যাপারে উদাসীন ছিল উবার কর্তৃপক্ষ। কেবল মুনাফার পেছনে ছুটেছে এই কোম্পনি। আর সেই মুনাফার মূল্য পরিশোধ করেছে নির্যাতনের শিকার এসব যাত্রী। 

উবার কর্তৃপক্ষও অবশ্য যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গত মাসে উবারের পরিষেবা নেওয়া মার্কিনীদের নিরাপত্তা বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে উবার। সেখানে বলা হয়েছে, ২০১৯ ও ২০২০ সালে উবার চালকদের হাতে ধর্ষণসহ বিভিন্ন মাত্রার যৌন নির্যাতনের শিকার হয়েছেন মোট ৩ হাজার ৮২৪ জন মার্কিন নারী। 

উবার কোম্পানির এক মুখপাত্র বলেন, যৌন নির্যাতন একটি ভয়াবহ অপরাধ। যেসব যাত্রী আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন, প্রতিটিই আমরা খতিয়ে দেখছি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!