• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

মারা গেলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১১:৩০ এএম
মারা গেলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং

ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও উত্তর প্রদেশের তিন বারের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব মারা গেছেন। এনডিটিভি জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

সাবেক এই কুস্তিগীর রাজনীতিতে আসেন ১৯৮০ সালে। প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টির। এই পার্টির সদস্যরা তাকে ‘নেতাজী’ বলে ডাকেন। একসময় তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারতের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকায় তার অবদানকে অনন্য হিসেবে গণ্য করা হয়। তবে শারীরিক অসুস্থতাজনিত কারনে গত কয়েকবছর যাবত তিনি জাতীয় পর্যায়ের রাজনীতি থেকে দূরে ছিলেন।

 

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!