• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

হৃদিপুর


রক্তিম অধিকারী
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০১:২৮ পিএম
হৃদিপুর

আকুল যেন অবাধ্যতায়
এ হৃদিপুর গানের খাতা
স্বল্পভাষীর অল্প চাওয়ায়
উড়ছে কত গল্পকথা...

তুমিই জানো সেসব অধিক
আমার জানা কতক খানিক
বৃষ্টি কাকে ছুঁতে এলো
কার পাড়াতে মেঘ নামালো

হাসতে হাসতে গোল হোলো খুব
আবার তখন বৃষ্টি ঝরে
এ হৃদিপুর অচিন শহর
তোমায় দেখেই চিনতে পারে

Link copied!