• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

অসাধ্য সাধন


আলী মুহাম্মাদ
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০২:১১ পিএম
অসাধ্য সাধন

মানব জনম বড় সাধনার ধন
বড় বেশি দামি তাই জীবনের ক্ষণ।
করো না কোথাও কভু এ জীবন ক্ষয়,
‘জানের উৎপত্তি ধন’ করিও সঞ্চয়।
রাখিও যতন করে চরিত্রখানি,
করো না কোথাও কভু স্বীয় মানহানি।
স্রষ্টার রঙে রঙে হইও রঞ্জিত,
মানব সাধন থেকে হইও না বঞ্চিত।
তাহলে হবে না আদৌ; কোনো দিন হীন,
কাটিবে অনন্তকাল মহাসুখে দিন।

Link copied!