অজানা ব্যথা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:১৪ পিএম
অজানা ব্যথা

মুখে প্রবল ভালোবাসা
মনে লোকলজ্জার ভয়,
সমাজের যত কঠিন বিচার
প্রেমের পথে বাধা হয়।

মনের কথা বলতে গিয়ে
কত করি বিবেচনা,
অনধিকার করে প্রবেশ
হাজারজনের আনাগোনা।

মনের মানুষ কত কাছে
জনম জনম করে বাস,
আপন করে পেতে তাকে
মনে হয় যে অভিলাষ।

চোখের সামনে তাকে দেখি
কত অল্পের ব্যবধান,
মনের অজান্তে গেয়ে উঠি
তারই গাওয়া কোনো গান।

এগিয়ে গিয়েও পিছনে ফিরি
মনের মাঝে জাগরূক আশা,
মনের মানুষ কাকে রাখে মনে
কত না আপন তার কান্না-হাসা!

না কাটে দ্বিধা, না কাটে জড়তা
ধীর লয়ে তবু এগিয়ে যাই,
আপন হতে গিয়ে যদি হই পর
তবুও যেন তার আশীষ পাই।

Link copied!