• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আর্সেনিক হৃদয়


রাজীব কুমার দাশ
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৭:২৭ পিএম
আর্সেনিক হৃদয়

মৃত্যু কফিনে শুয়ে আছে কয়েকটি
শান্ত লাল গোলাপ
গোলাপগুলো হয়তো-বা ছুয়েছিল
কারোর বিষাক্ত আর্সেনিক
হৃদয়
ইথারে যেভাবে কেঁদে ভেসে বেড়ায়
অবচেতন মনে কথা দেয়া—লক্ষ নিযুত
কোটি 
প্রমিজ ছেড়ে যাবো না তোমায়
লাভ ইউ ভালোবাসা হৃদয়।

Link copied!