• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভালোবাসলেই বিরহে বাঁচতে হয়


আলী আকবর বাবুল
প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৫:২৭ পিএম
ভালোবাসলেই বিরহে বাঁচতে হয়

খুব কাছ থেকে শুনতে ইচ্ছে করছে 
তোমার না বলার অব্যক্ত কথাগুলো। 
অনেক বড় ইচ্ছে—
একদিন বলেছিলে 
অনেক ব্যথা জমে আছে এই বুকে!

মাঝে মাঝে বাঁ পাশের চিনচিন কষ্টেরা 
অঝোরে কান্না চোখে হয়ে যায় লাল!

প্রতিনিয়ত ব্লাডপ্রেশার বেড়ে 
রক্তে একধরনের জীবাণু মাকড়সার মতো জাল
ঘিরে রেখেছে চারিপাশ
তুমি বলতে পারো না-মন খুলে 
এই পাশাপাশি না থাকার যন্ত্রণা 
মরণের এক এক দশা।

Link copied!