টেস্টে ডেঙ্গু নেগেটিভ হলেও যেসব লক্ষণে সতর্ক হবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০২:৪১ পিএম
টেস্টে ডেঙ্গু নেগেটিভ হলেও যেসব লক্ষণে সতর্ক হবেন
ছবি : সংগৃহীত

হুজাইফার টানা তিনদিন তীব্র জ্বর। জ্বরের সঙ্গে আরও কিছু সমস্যা যেমন, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশিতে ব্যথা দেখা দিয়েছে। তিন দিনের দিন জ্বর কিছুটা কমে আসলে সাধারণ জ্বর ভেবে তিনি আর চিকিৎসকের কাছে গেলেন না। কিন্তু বিপত্তি বাধল চতুর্থ দিনে। তৃতীয় দিন রাত থেকেই শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করলে চতুর্থ দিন তাকে সকালে ডিএনসিসি কোভিড হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ডিএনসিসি কোভিড হাসপাতালের চিকিৎসক তাকে ডেঙ্গু পরীক্ষা সহ আরও কিছু পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা করে দেখা গেল ডেঙ্গু নেগেটিভ। কিন্তু সিবিসি পরীক্ষায় প্লাটিলেট কম, ৭০ হাজার। তখন চিকিৎসক পরেরদিন আরেকটি সিবিসি পরীক্ষা করার কথা বলেন এবং বাড়ি পাঠিয়ে দেন। তবে এসময় চিকিৎসক তাকে কিছু লক্ষণের কথা জানান যেগুলো দেখলে হাসপাতালের স্মরণাপন্ন হতে হবে।

লক্ষণগুলো হলো-  

  • প্লাটিলেট আরও কমতে থাকলে বা বেশি কমতে থাকলে
  • শ্বাসপ্রশ্বাসের সমস্যা হলে
  • কালো পায়খানা করলে বা ডায়রিয়া হলে
  • অনবরত টানা বমি করলে
  • প্রচন্ড এবং টানা পেটে ব্যথা হলে
  • নাক বা মুখ থেকে, দাঁতের গোড়া থেকে বা প্রস্রাব-পায়খানার সঙ্গে রক্ত গেলে
  • রক্তচাপ কমতে থাকলে
  • হাত-পা ফুলে গেলে
  • শরীর বিভিন্ন জায়গায় বিশেষ করে পেটে এবং বুকে যদি পানি জমে

এছাড়াও কোন ধরণের শরীর খারাপ লাগা বা অস্বস্তি হলেই তাকে জলদি হাসপাতালে যেতে হবে। 

Link copied!