• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কীভাবে নেবুলাইজার ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৩:৩৮ পিএম
কীভাবে নেবুলাইজার ব্যবহার করবেন

শীত এলেই বেড়ে যায় শ্বাসতন্ত্রের নানা রোগ। বাড়ে হাঁপানি, ব্রংকাইটিসসহ নানা রোগের তীব্রতা। শ্বাসকষ্টে ভোগে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শ্বাসকষ্ট কমাতে অন্য ওষুধের পাশাপাশি অনেকেই ইনহেলার ও নেবুলাইজার নেন। শিশু ও বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক। তুলনামূলক সহজ বিকল্প হলো নেবুলাইজার। প্রায়ই নেবুলাইজার ব্যবহারের প্রয়োজন হলে বাড়িতে একটি নেবুলাইজার রাখতে পারেন।

নেবুলাইজার ব্যবহার কীভাবে করবেন

  • সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। হাত শুকিয়ে নেওয়ার পর নেবুলাইজার কাপে ওষুধটা নিতে হবে।
  • নেবুলাইজার কাপ ও মাস্ক সংযুক্ত করুন। এরপর টিউবগুলো সংযুক্ত করুন।
  • যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন। ঠিকঠাক চললে হালকা ধোঁয়া বেরিয়ে আসবে।
  • একটি চেয়ারে বসতে হবে। চেয়ারটি যেন আরামদায়ক হয়। এরপর মাস্ক বা নির্দিষ্ট অংশটি মুখে লাগিয়ে নিন।
  • এরপর ধীরে ধীরে গভীর শ্বাস নিন। সম্ভব হলে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।
  • নেবুলাইজার কাপের এক প্রান্তে ওষুধটা লেগে থাকতে পারে। এই অবস্থায় কাপটি একটু ঝাঁকিয়ে নিন।
  • কখন এবং কোন অবস্থায় কোন ওষুধটি কোন মাত্রায় নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
  • কত সময় ধরে নেবুলাইজার ব্যবহার করবেন তাও ঘড়ি ধরে দেখে নিন।
  • নেবুলাইজার দিয়ে ওষুধ গ্রহণ করার সময় হঠাৎ মাথা ঘুরতে পারে বা অস্থির লাগতে পারে। এই অবস্থায় যন্ত্রটি বন্ধ করে দিন। ৫ মিনিট বিশ্রাম নিন। এরপর আবারও চালিয়ে নিতে হবে। প্রয়োজনে আরও ধীরে শ্বাস নিন।
  • নেবুলাইজার ব্যবহারের পর পরিষ্কার করবেন। যেন সংক্রমণ না হয়।
  • বাড়িতে বাড়তি নেবুলাইজার কাপ ও মাস্ক রাখুন। একজনের ব্যবহৃত মাস্ক অন্যরা ব্যবহার করবেন না।
Link copied!