• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

প্রস্রাবের রং, গন্ধেই বোঝা যাবে জটিল রোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০১:৪৮ পিএম
প্রস্রাবের রং, গন্ধেই বোঝা যাবে জটিল রোগ

শীতের সময় অনেকেই পানি কম খান। পানির তৃষ্ণা পায় না। তাই পানিও খাওয়া হয় না। এই অজুহাত থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বিশেষজ্ঞরা পানি পানের প্রয়োজনীয়তার কথা বার বার মনে করিয়ে দেন। কারণ পানি কম খেলে নানা রোগ বাসা বাধে। যার প্রভাবে প্রস্রাবের রং পাল্টে যায়। পাল্টে যায় এর গন্ধও। 

জানেন কি, প্রস্রাব শরীরের রোগের সন্ধান দিবে। প্রস্রাবের রং, গন্ধে বোঝা যাবে কোন রোগটি শরীরে বাসা বাধছে। বিশেষজ্ঞরা জানান, সুস্থ কিংবা অসুস্থ সবারই নিজেদের প্রস্রাবের দিকে খেয়াল রাখা উচিত। এর প্রকারভেদের উপর বোঝা যাবে শরীরে জটিল রোগের জটিলতা কতটা বেড়ে যাচ্ছে।

কিডনি, ডায়াবিটিসমহ নানা রোগের জটিলতা নিয়ে সতর্ক থাকা যাবে প্রস্রাবের রং আর গন্ধ দেখে নিলে। প্রাথমিক পর্যায়ে এসব রোগের উপসর্গ মিলবে প্রস্রাবের মাধ্যমে। এতে কঠিন অসুখগুলো থেকে সহজেই সেরে উঠা যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের গন্ধ শুঁকে শারীরিক সমস্যার লক্ষণগুলো বোঝা যাবে। যেমন_

  • ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি হলে মূত্রে অ্যামোনিয়ার মতো গন্ধ তৈরি হবে। 
  • প্রস্রাবের গন্ধ মিষ্টি ফলের মতো হলে তা টাইপ-২ ডায়াবিটিসের লক্ষণ হতে পারে।
  • যদি প্রস্রাবের গন্ধ বিকট হয় তবে এটি শরীরে ব্যাক্টেরিয়ার সংক্রমণের ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা জানান, প্রস্রাবের রং দেখেও বোঝা যাবে জটিল রোগের লক্ষণ। যেমন_

  • প্রস্রাবের রং গাঢ় হলুদ হলে এটি ডিহাইড্রেশনের লক্ষণ হবে।
  • রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রং হলুদ হয়।
  • প্রস্রাবের রং হালকা কমলা রঙের হলে বুঝতে হবে লিভারের কোনও সমস্যা বেড়ে যাচ্ছে।
  • প্রস্রাব হালকা নীলচে হচ্ছে? সঙ্গে মূত্রের রং সবুজ তবে বুঝে নিবেন দেহে ব্যাক্টেরিয়া সংক্রমণ করেছে।
  • গাঢ় বাদামি রঙের প্রস্রাব হলে এখনই ডাক্তারের কাছে যাবেন। কারণ এটি কিডনি ও লিভারের সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
  • সাদা রঙের প্রস্রাব হলেও নিশ্চিত নন আপনি। শরীরে ক্যালশিয়াম ও ফসফেট বেড়ে গেলে সাদা রঙের প্রস্রাব হয়। 
  • মূত্রনালি সংক্রমণ বা (ইউটিআই)-এর লক্ষণেও সাদা রঙের প্রস্রাব হতে পারে।
  • খেয়াল রাখবেন, প্রস্রাবের সঙ্গে রক্ত বেরুলে এটি ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া নির্দেশ করে। 
  • মূত্রথলি বড় হওয়া, কিডনিতে পাথর কিংবা ক্যানসারের উপসর্গেও প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে পারে।
  • প্রস্রাব ফেনাযুক্ত হলেও সাবধান হতে হবে। কারণ কিডনিতে জটিল কোনও রোগের উপসর্গ এটি। 
  • আপনি যদি যৌনরোগে ভোগেন তবে আপনার প্রস্রাবের রং ঘোলাটে হবে।

 

সূত্র: হেলথজোন

Link copied!