• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

বিস্ফোরণের শব্দ, হুড়োহুড়িতে ২৯ শিক্ষার্থীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:২৫ এএম
বিস্ফোরণের শব্দ, হুড়োহুড়িতে ২৯ শিক্ষার্থীর মৃত্যু
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানীতে পদদলিত হয়ে ২৯ স্কুল শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত

সাতসকালে সবাই উপস্থিত হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে। কিন্তু ট্রান্সফরমারের বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৯ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

পরীক্ষার জন্য রাজধানীর বাঙ্গুইয়ের বারথেলেমি উচ্চবিদ্যালয়ে উপস্থিত হয় ৫ হাজার ৩০০ শিক্ষার্থী। এ সময় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতেই স্কুলটিতে পদদলনের ঘটনা ঘটে। আহত হয়ে অন্তত ২৬০ জন চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আতঙ্কে অনেকেই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে।

এ ঘটনায় সমবেদনা জানিয়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা। দলের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন, “আমি মৃতদের স্বজন, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি আমার সংহতি ও সমবেদনা প্রকাশ করছি।”

Link copied!