• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

রক্ত দেওয়ার আগে যা জানতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১১:২৯ এএম
রক্ত দেওয়ার আগে যা জানতে হবে

পরিবার বা পরিচিত কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন, রক্তের প্রয়োজন। আপনার সঙ্গে মিলেও গেছে কাঙ্ক্ষিত রক্তের গ্রুপ। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বললেন, আপনার শরীর থেকে রক্ত নেওয়া যাবে না, এমনটা কিন্তু হতেই পারে। আপনি সম্পূর্ণ সুস্থ না থাকলে কোনোভাবেই রক্ত দান করতে পারবেন না। এজন্য জানতে হবে, রক্ত দেওয়ার আগে আপনার শারিরীক সুস্থতা কেমন হওয়া উচিত।

চিকিৎসকরা বলছেন, রক্তদাতা চাইলে রক্ত বা হোল ব্লাডও দিতে পারেন। অথবা রক্তের বিশেষ উপাদান প্লেটলেটও দান করতে পারেন। মানবদেহের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত থাকে। সাধারণত একজনের দেহ থেকে একবারে এক ইউনিট রক্ত নেওয়া হয়। যা রক্তদাতার দেহে কয়েক সপ্তাহের মধ্যে আবারও তৈরি হয়ে যায়।

আপনার শরীরে কোন কোন ঘাটতি থাকলে আপনি রক্ত দিতে পারবেন না, এই বিষয়ে জানাব আজকের আয়োজনে_ 

  • রক্তদাতার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যেই হতে হবে। এর কম বা বেশি বয়সীরা রক্ত দিতে পারবেন না। \
  •  রক্তদাতার ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে। এর কম থাকলে রক্ত দেওয়া নিরাপদ হয়।
  • ছোঁয়াচে কোনো অসুখ থাকলে রক্ত দিতে পারবেন না।
  • এইডস, হার্টের রোগ, হাইপারটেনশন, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ ও ডায়াবিটিস থাকলে কোনোভাবেই রক্ত দেওয়া যাবে না।
  • ক্যানসার, হৃদরোগ, লিভারের রোগ, যক্ষা, পলিসাইথেমিয়া ভ্যারা, অ্যাজমা, মৃগী রোগ, লেপরোসী, সিজোফ্রোনিয়া, রিউম্যাটিক ফিভার, সিফিলিসের সংক্রমণ, এন্ডোক্রাইন ডিজঅর্ডার, হেপাটাইসিস-সি রোগে আক্রান্ত রোগীরা রক্ত দান করতে পারবেন না।
  • যাদের অ্যানিমিয়া রয়েছে, তাদের জন্যেও রক্ত দেওয়া নিষেধ রয়েছে। মনে রাখতে হবে, হিমোগ্লোবিন যদি ১২ দশমিক ৫-এর নিচে থাকে তাহলে আপনি রক্ত দিতে পারবেন না। এক্ষেত্রে আপনার নিজেরই স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
  • রক্তদাতার পালস রেট ৫০-এর কম এবং ১০০-এর বেশি হলে রক্ত দিতে পারবেন না। এছাড়া হাঁপানি, টিবি বা কোনো ধরনের অ্যালার্জি থাকলেও রক্ত দেওয়া যায় না।
  • রক্তদানের সময় শরীরের তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় দৈহিক তাপমাত্রা থাকতে হবে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রক্তচাপের সিস্টোলিক থাকতে হবে ১০০-১৮০, ডায়াস্টোলিক ৫০-১০০।

রক্তদাতা কখন বা কতদিন পর্যন্ত রক্তদান করতে পারবেন না, এই বিষয়েও সঠিক ধারণা থাকতে হবে।

  • রক্তদানের আগের ছয় মাসের মধ্যে যদি ট্যাটু বা পিয়ার্সিং করানো হয়, তাহলেও রক্ত দেওয়া যাবে না।
  • হেপাটাইটিস-বি টিকা নেওয়ার পর কম করে ছয় মাস পরে রক্তদান করা উচিত। তবে কোভিডের টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর রক্ত দান করা যেতে পারে বলে ডাক্তাররা জানান।
  • রক্ত দেওয়ার ২৪ ঘণ্টা আগে মদ্যপান করলে কোনোভাবেই রক্ত দিতে পারবেন না।  
  • অ্যাবরশন/সার্জারির ৬ মাস পর্যন্ত রক্তদান করা যাবে না।
  • টাইফয়েড থেকে রোগমুক্তির পর ১২ মাস পর্যন্ত রক্তদান করা যাবে  না।
  • ট্যাটু মার্ক- ট্যাটু করানোর পর ৬ মাস রক্তদান করা যাবে না।
  • গর্ভবতী বা সদ্য মা হয়েছেন এমন নারী রক্ত দিতে পারবেন না। মিসক্যারেজ হওয়ার ছয় মাসের মধ্যে রক্তদান নিষিদ্ধ।
  • নারীরা মাসিক চলাকালীন সময়ে রক্ত দিতে পারেন না।
  • ইমুনাইজেশন (কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটিনাস, পেগ, গামাগোবিউলিন)- ১৫ দিন পর্যন্ত রক্তদান করা যাবে না।
  • দাঁত উঠানোর ২ সপ্তাহ পর্যন্ত রক্তদান করা যাবে না।
  • চর্মরোগ (অ্যাকজিমা) থাকলে আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত রক্তদান করা যাবে না।
  • কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি করোনা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।
  • রক্তদাতা ৩ থেকে ৪ মাসে একবার রক্তদান করতে পারবেন।

 

তথ্যসূত্র: রক্ত পরিসঞ্চালন বিভাগ, পিজি হাসপাতাল

 

Link copied!