আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির আগে প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাকাণ্ডের নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন সিনেমার শিল্পীরা।
২৭ নভেম্বর গুলশানে হলি আর্টিজান বেকারির সামনে উপস্থিত হন সিনেমার অভিনয়শিল্পীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। গুলশান থানার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যার ঘটনায় গুলশান বিভাগের পুলিশের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের স্বীকৃতি জানান ‘মিশন এক্সট্রিম’ টিম। ডিসি-গুলশান আসাদুজ্জামান রিপনের উপস্থিতিতে তারা গুলশান-২ নম্বর চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের কাছে গিয়ে ট্রাফিক পুলিশদের ‘থ্যাংকসগিভিং’ জানান।
ট্রাফিকদের প্রতিনিধি হিসেবে ডিসি-ট্রাফিক গুলশান রবিউল ইসলামের হাতে ট্রাফিকের জন্য ‘মিশন এক্সট্রিম’ সিনেমার টিকিট ও কুল গিফট বক্স তুলে দেওয়া হয়।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার পক্ষ থেকে সেখানে পরিচালক-প্রযোজক সানী সানোয়ার উপস্থিত ছিলেন। সঙ্গে আরও ছিলেন প্রযোজক রাজনাহার, আরেক পরিচালক ফয়সাল আহমেদ। এছাড়া সিনেমার নায়িকা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দীপ, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিব ও অন্যান্য কলাকুশলীও সেখানে উপস্থিত ছিলেন।
করোনার পর সর্বোচ্চ হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতারা এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন বলে জানান। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে রয়েছেন আরেফিন শুভ। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান ও সাদিয়া নাবিলা।