• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিচারক হয়ে আমিও এক্সাইটেড: ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:২৬ পিএম
বিচারক হয়ে আমিও এক্সাইটেড: ভাবনা

নাটক, সিনেমার পর এবার বিচারকের আসনে বসছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাংলালিংকের নতুন ট্যালেন্ট শো ‘টফি স্টার সার্চ’-এর ওটিটি প্ল্যাটফরমে বিচারকের দায়িত্ব পালন করবেন এই নায়িকা। বিচারক হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা।

বাংলালিংকের নতুন ট্যালেন্ট শো ‘টফি স্টার সার্চ’-এ গান, নাচ, অভিনয়, জাদু বা অন্যান্য প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন নতুনরা। এই প্রতিযোগিতায় অংশ নিতে টফি অ্যাপে চ্যানেল খুলে প্রতিযোগী নিজের প্রতিভার ভিডিও আপলোড করবে।

প্রথমবার বিচারকের আসনে বসার অভিজ্ঞতা জানিয়ে ভাবনা বলেন, “সত্যি বলতে এর পরিকল্পনা বেশ ভালো লেগেছে। বড় আয়োজনে হচ্ছে ট্যালেন্ট শোটি। বিচারক হয়ে আমি নিজেও এক্সাইটেড।”

ভাবনা আরও বলেন, “বিভিন্ন শাখায় নিজের প্রতিভা তুলে ধরার আয়োজন সচরাচর হয় না। এখানে কোটি টাকার পুরস্কার থাকছে। আমি আশা করছি খুব ভালো কিছু হতে যাচ্ছে।”

৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবে প্রতিযোগীরা। ৫ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। পুরো জানুয়ারি জুড়েই শুটিং চলবে বলে জানান ভাবনা।

ভাবনা অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি ১০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ভাবনাকে এই সিনেমায় পদ্ম চরিত্রে দেখা যাবে। ঢালিউডে অভিনীত এটি ভাবনার দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় প্রথম বড় পর্দায় অভিনয় করেন।

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি  নিয়ে ভাবনা বলেন, “গল্পনির্ভর একটি সিনেমা। শুধু আমার ছবি নয়, ডিসেম্বরে যতগুলো ছবি মুক্তি পাবে তার সবই যেন ভালো চলে। দর্শক যেন সব ছবিই দেখতে আসেন।”

Link copied!